হযবরল, বাংলাদেশের বুকে ছোট্ট একটি স্বপ্নের নাম। যেই স্বপ্নটা শুরু হয়েছিলো ২০০৯ সালের জুলাই মাসে। জ্বি হ্যাঁ- হযবরল এতো পুরনো একটি প্রতিষ্ঠান। যদিও এটি তখন ই-কমার্স প্ল্যাটফর্ম ছিল না। আইটি প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করতো, যা এখনো সফলতার সাথে চলমান।

হযবরল ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে ২০১৮ সালের মার্চে। তখন এখানে শুধুমাত্র চায়না থেকে সরাসরি আমদানিকৃত বিভিন্ন পণ্য পাওয়া যেত। সফলতার সাথে ২০২১ এঁর শেষ পর্যন্ত আপনাদের সেবা দিয়ে, করোনার ঢেউয়ে হারিয়ে যাওয়ার অবস্থায় চলে যায়। যার মুল কারণ ছিল, সম্পূর্ণ আমদানি নির্ভরতা, নতুন পণ্য না আসা এবং, মজুত পণ্য দ্রুত শেষ হয়ে যাওয়া। তবুও থেমে যাইনি হযবরল, ২০২২ ধীরেধীরে নতুন উদ্যমে নতুন ভাবে আবার উঠে দাঁড়িয়েছে।

দীর্ঘ এই পথ চলার কি শেষ হয়! বাঁধা এসেছে অনেক, সেসব বাঁধা পার করে হযবরল এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র আপনাদের ভালবাসায়।

– যোগাযোগের ঠিকানা –

287/10/1 Pirer Bagh,
Mirpur, Dhaka, Bangladesh
+8801966994499 (9AM-6PM)

হযবরল এর আইনি কাগজপত্র

Trade License Hojoborolo
TIN Hojoborolo
Home
Shop
0 Cart